স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৮ জুন।। আমবাসার ঐতিহ্যবাহী কালীবাড়ি দখল ক্ষমতা নিয়ে মঙ্গলবার ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়।
আদালতের নির্দেশে পুলিশ এবং প্রশাসনিক কর্তারা আসেন মন্দিরের দখল ক্ষমতা আদিত্য কুমার তিওয়ারির পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়ার জন্য।
আদালত নির্দেশ দিয়েছে ওই পরিবার মন্দিরের সেবায়েত হিসেবে কাজ করবে। কিন্তু আদালতের সেই নির্দেশ মানতে নারাজ বিজেপি নেতা-নেত্রীরা।
সবচেয়ে অবাক করার বিষয় এদিন প্রশাসনিক কাজে বাধাদানকারীদের নেতৃত্বে ছিলেন খোদ পুর পরিষদের ভাইস-চেয়ারম্যান গোপাল সূত্রধর।
তিনি তো সরাসরি পুলিশ কর্তাদের নির্দেশ দেন সেখান থেকে চলে আসার জন্য। এই ঘটনায় গোটা আমবাসা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।