স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুন।। কমলপুর মহকুমাজুড়ে বিজেপির ভয়াবহ সন্ত্রাস। মহকুমার বিভিন্ন এলাকায় সি পি আই(এম) কর্মীদের বাড়ি ঘর,সব্জি ক্ষেত,দোকান ভাঙচুর করে বিজেপি দুর্বৃত্তরা।
এদিক, আগরতলায় সিপিআইএম নেতা গৌড় ভট্টাচার্যের বাড়িতে আক্রমণ, পরিবারের সদস্যদের মারধর। কমলপুরের সুরমায় বাম নেতা কর্মীর বাড়ি ভাঙচুর। অরুন্ধতীনগরে চাকরিচ্যুত শিক্ষিকার বাড়িতে হামলা।বিজেপির মধ্যযুগীয় বর্বরতা থেকে রেহাই নেই নিরীহ মহিলারও।
ছাপ্পা ভোটে জয়ের উল্লাসে বিজেপি দুর্বৃত্তরা উদয়পুরের বাগমা বারভাইয়াতে এক নিরীহ মহিলাকে মেরে হাত ভেঙে দেয়। মাটিতে ফেলে সিপিএম কর্মীর স্ত্রীকে বীভৎসভাবে মারধর করে বিজেপি দুর্বৃত্তরা।
রবিবার গভীর রাতে খোয়াই বিধানসভা কেন্দ্রের বারবিল এলাকার সিপিএম কর্মী নিতেন্দ্র গোপের বাড়িতে বিজেপির গুন্ডা বাহিনী ভয়ঙ্কর আক্রমণ চালায়।
প্রথমে তার বাড়ির গেইট ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে এবং নিতেন্দ্র গোপকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী দীপ্তি গোপকে বীভৎসভাবে মারধর করে।