দীনদয়াল উপাধ্যায় পুরস্কারের অর্থে সূর্যমণিনগর গ্রামপঞ্চায়েতে হবে শিশু উদ্যান : অন্তরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুন।। দীনদয়াল উপাধ্যায় পুরস্কারের অর্থে ডুকলি ব্লকের সূর্যমণিনগর গ্রামপঞ্চায়েতে একটি শিশু উদ্যান নির্মাণ করা হবে। আজ পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটির এক সভায় জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব একথা জানান।

দীনদয়াল উপাধ্যায় পুরস্কার হিসেবে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ যে অর্থ পেয়েছে তা দিয়েই এই শিশু উদ্যানটি নির্মাণ করা হবে। সভায় সভাধিপতি আরও জানান, জিলা পরিষদের তহবিল থেকে জেলার বামুটিয়া ব্লকের নরসিংগড় গ্রাম পঞ্চায়েতে ১০টি সোলার স্ট্রিটলাইট পোস্ট বসানো হবে। এজন্য ব্যয় হবে ১ লক্ষ ৮৯ হাজার ১০০ টাকা।

জিলা পরিষদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিলা পরিষদের তহবিল থেকে জেলার ৮৫টি গ্রাম পঞ্চায়েতে একটি করে ধান ভাঙ্গার মেশিন দেওয়া হবে। তাছাড়া ডুকলি ব্লকের জয়রাম, পুরাতন আগরতলা ব্লকের রিয়া ও উত্তর বামুটিয়া পঞ্চায়েতের মাতাজি- এই তিনটি স্বসহায়ক দলকে মুড়ি ভাজার মেশিন দেওয়া হবে।

পঞ্চায়েত উন্নয়ন তহবিলে ডুকলি ব্লকের বল্লভপুর পঞ্চায়েতের আমতলি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক লাইন সংস্কার করা হবে। সভায় উপস্থিত ছিলেন সহকারি সভাধিপতি হরিদুলাল আচার্য ও স্থায়ী কমিটির সদস্য সদস্যাগণ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?