অবাক কান্ড! রাজ্যপালের দ্বারস্থ না হয়ে নির্বাচনোত্তর সন্ত্রাসের নালিশ মুখ্যমন্ত্রীর কাছে জানালেন কংগ্রেস সাংসদরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ জুন।। কংগ্রেসের সর্বভারতীয় স্তরের প্রতিনিধি দলের মুখ্যমন্ত্রীর সাথে নির্বাচনোত্তর সন্ত্রাসের বিষয় নিয়ে আলোচনাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে জোর সমালোচনা করা হচ্ছে।

বিশেষ করে এইসব বিষয় নিয়ে স্বাভাবিক ভাবে রাজ্যপালের সাথে আলোচনা করার অলিখিত প্রথা। তাহলে কেন মুখ্যমন্ত্রীর সাথে নির্বাচনোত্তর সন্ত্রাসের নালিশ নিয়ে গেল কংগ্রেস। যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে তিনজন সাংসদের একটি দল সোমবার আগরতলায় আসে। এই টিমে আছেন সাংসদ ডঃ নাসিরউদ্দিন হোসেন, লোকসভার কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, লোকসভার পরিষদীয় দলের উপনেতা গৌরব গগই। এছাড়া কংগ্রেসের ত্রিপুরা ইনচার্জ ডঃ অজয় কুমার, কংগ্রেস নেত্রী জারিতা লাইটফ্লাঙ।

উল্লেখ্য, রবিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর একাধিক জায়গায় হামলা,পাল্টা আক্রমণের ঘটনা ঘটে। মাথা ফাটে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার। একাধিক জায়গায় কংগ্রেস ভবন পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয়। তারই প্রতিবাদে এবং ঘটনা পরিদর্শনের জন্য। এদিন প্রতিনিধিরা আক্রান্তদের খোঁজ খবর নিয়েছেন।

প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা সহ অনেকের সাথেই দেখা করন। হাসপাতালে চিকিৎসাধীন লোকজনের সাথেও কথা বলেন। সবশেষে প্রতিনিধি দলটি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। নির্বাচনোত্তর সন্ত্রাসের বিস্তারিত তুলে ধরেন প্রতিনিধি দলটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?