স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুন।। লংতরাইয়ের নালকাটায় গড়ে তোলা হয়েছিল ফল প্রক্রিয়াকরণ করখানা যার পোশাকি নাম ছিল নেরামেক। এই নেরামেক কুম্ভনিদ্রায়। বহু মানুষ কর্মহীন হয়ে অন্য পেশায় যুক্ত।
এখন মোটামুটি একই ধাঁচে ইন্টিগ্রেটেড প্যাক হাউসের উদ্বোধন হল নাগিছড়ায়। আনারস ও বিভিন্ন উদ্যান জাত ফসলকে রপ্তানি সহ দূরবর্তী স্থানে বাজারজাত করণের নাগিছড়াস্থিত উদ্যান গবেষণা কেন্দ্রে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে একটি ইন্টিগ্রেটেড প্যাক হাউস নির্মাণ করা হয়েছে |
ইন্টিগ্রেটেড প্যাক হাউসটি বাজারের চাহিদা অনুযায়ী বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজভাবে রক্ষণাবেক্ষণ করে বিভিন্ন ফলকে সমন্বিত রাখতে সক্ষম হবে। যান্ত্রিকভাবে ধোয়া, বাছা, গ্রেডিং এবং প্যাকিং করার কাজে এটি সহায়তা করবে।
ইন্টিগ্রেটেড প্যাক হাউসের সমস্ত কাজকর্ম পরিছন্নতা ও বৈজ্ঞানিক পদ্ধতি মেনে করা হবে যাতে দূরবর্তী স্থানে, পার্সেল ভ্যান বা এয়ার কার্গোতে পাঠাতে সুবিধা হয়। ইন্টিগ্রেটেড প্যাক হাউস এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিত সিংহরায় সহ লাইন দপ্তরের আধিকারিকরা।