অনলাইন ডেস্ক, ২৬ জুন।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিউনিখের অডি ডোমে জার্মানিতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সাথে ভাষণ ও আলাপচারিতা করেছেন।
জার্মানি থেকে অত্যন্ত সক্রিয় এবং উৎসাহী ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।
প্রধানমন্ত্রী, শ্রী মোদী ভারতের প্রবৃদ্ধির গল্পের উপর আলোকপাত করেছেন এবং দেশের উন্নয়ন এজেন্ডাকে আরও সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী শ্রী মোদি ভারতের সাফল্যের গল্প প্রচারে এবং ভারতের সাফল্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করার ক্ষেত্রে ভারতীয় প্রবাসীদের অমূল্য অবদানেরও প্রশংসা করেছেন।