৬০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে জি সেভেন

অনলাইন ডেস্ক, ২৭ জুন।। ৬০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে জি সেভেন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) মোকাবিলায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ডয়চে ভেলে জানায়, এই অর্থ দিয়ে কম আয়ের দেশগুলোতে এমন পরিকাঠামো গড়ে তোলা হবে, যা যে কোনো আবহাওয়া সহ্য করে টিকে থাকতে পারবে।

রবিবার জার্মানিতে গ্রুপ অফ সেভেন বা জি৭ দেশের শীর্ষ নেতারা আলোচনায় বসেন। ৬০ হাজার কোটি ডলারের পরিকাঠামো তহবিলই ছিল সেখানে প্রথম ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, ‘এই বিনিয়োগের ফলে সবাই লাভবান হবে। আমেরিকার মানুষও লাভবান হবে।

সার্বিকভাবে আমাদের অর্থনীতি লাভবান হবে। ’বেজিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা এই বিআরআই চাপিয়ে দিয়ে কম আয়ের দেশগুলোকে ঋণজালে আবদ্ধ করছে। এর ফলে চীনের লাভ হচ্ছে। কারণ তারা এশিয়া, আফ্রিকা ও ইউরোপে বাণিজ্য বিস্তার করতে পারছে।

নতুন জি সেভেন তহবিল থেকে অ্যাঙ্গোলায় ২০০ কোটি ডলার দিয়ে সোলার ফার্ম গড়ে তোলা হবে, ৩২ কোটি ডলার দিয়ে আইভরি কোস্টে হাসপাতাল গড়ে তোলা হবে। দক্ষিণপূর্ব এশিয়ায় চার কোটি ডলার দিয়ে আঞ্চলিক স্তরে বিকল্প শক্তি বাণিজ্যকে উৎসাহ দেয়া হবে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?