অনলাইন ডেস্ক, ২৭ জুন।। করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী নতুন করে ১৭,০৭৩ জন সংক্রমণ ঘটেছে। মৃত্যু হয়েছে ২১ জনের।
পজিটিভি রেট ৫.৬২ শতাংশ। ২১ জন বেড়ে যাওয়ার ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,২৫,০২০। সোমবার সকাল ৮ টার রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। নয়া সংক্রমণ ১৭, ০৭৩ হওয়ার ফলে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ৪,৩৪,০৭,০৪৬।
সক্রিয় কেসের সংখ্যা ৯৪,৪২০। সক্রিয় ক্ষেত্রে মোট সংক্রমণের ০.২২ শতাংশ রয়েছে। সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমণ হয়েছে ১৮৪৪।
দৈনন্দিন পজিটিভি রেট ৫.৬২ শতাংশ, সপ্তাহের পজিভিটি রেট ৩.৩৯ শতাংশ। মোট সুস্থ হয়ে বাড়ি গেছে ৪,২৭,৮৭,৬০৬। মোট মৃত্যু হার ১.২১ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ১৯৭.১১ কোটি ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।