স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুন।। রাজ্যে গত ২৩ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্যের সংশ্লিষ্ট এলাকার নির্বাচকমন্ডলী সহ রাজ্যের জনগণকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত সকলস্তরের কর্মী ও আরক্ষা প্রশাসনের কর্মীদের তিনি অভিনন্দন জানিয়েছেন।
এদিকে আজ উপনির্বাচনের ভোটগণনা শেষে বিপুল সংখ্যাধিক্যে জয়লাভের পর মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা মহাকরণে এলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অধিকারিক এবং কর্মীগণ মুখ্যমন্ত্রীকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান।
রবিবার ছুটির দিনেও মুখ্যমন্ত্রী ডাঃ সাহা দীর্ঘক্ষণ অফিসে কাজকর্ম সম্পাদন করেন এবং আধিকারিকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।