স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ জুন।। আজ রাত ৮টা থেকে কাল সকাল ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সদর মহকুমার মহকুমা শাসক আগরতলা পুরনিগম এলাকায় আজ ২৭ জুন, 2022 রাত ৮টা থেকে ২৮ জুন, ২০২২ সকাল ৬টা পর্যন্ত সময়ে ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ১৪৪ ধারায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন।
এই আদেশ অনুযায়ী উল্লেখিত সময়ে আগরতলা পুরনিগম এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া পরিবারের সদস্য ছাড়া দ্বিচক্র যানে পেছনের আসনে কাউকে বসানো, একই সঙ্গে দুই বা ততোধিক বাইক একসঙ্গে চলা, মাইক্রোফোন ও এম্প্লিফায়ার এবং অন্যান্য স্বরবর্ধক যন্ত্র ব্যবহার, ইটের টুকরো বহন, অবৈধ বহিরাগতদের প্রবেশ, লাঠি নিয়ে চলাফেরা ইত্যাদির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সরকারি কর্মচারিদের ক্ষেত্রে এবং চিকিৎসার প্রয়োজন এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবেনা। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইপিসি ১৮৬০-র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।