অনলাইন ডেস্ক, ২৬ জুন।। মিত্র দেশ বেলারুশকে পারমাণবিক সক্ষমতার স্বল্প দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্র সিস্টেম পাঠাবে বলে জানিয়েছে রাশিয়া। আগামী মাসেই এই ক্ষেপণাস্ত্র পাঠানো হবে বলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন।
বেলারুশের সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের পারমাণবিক সশস্ত্র বিমান অবস্থানের অভিযোগ করেছিলেন দেশটির প্রেসিডেন্ট। শনিবার বেলারুশের নেতা আলেক্সান্ডার লুকাশেনকো মস্কো সফরে এই অভিযোগ করেন। তখনই ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দেন পুতিন।
পুতিন সেন্ট পিটার্সবার্গে লুকাশেনকোর সঙ্গে তার বৈঠকের শুরুতে রাশিয়ান টেলিভিশনে একটি সম্প্রচারে বলেন, সামনের মাসে আমরা বেলারুশে ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র সিস্টেম পাঠাবো। এটি প্রচলিত এবং পারমাণবিক দুই ধরনেরই বালিস্টিক এবং ক্রুইজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে।
এই সিস্টেমটির পরিসীমা ৫০০ কিলোমিটার পর্যন্ত। গত ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে আগ্রাসন চালানো শুরু করেন। এরপরই রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা শুরু হয়।
পুতিন তখন থেকেই বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্রের কথা উল্লেখ করেছেন। কেউ কেউ এটিকে পশ্চিমা দেশগুলোকে এতে হস্তক্ষেপ না করার একটি সতর্কবার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন।