প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবার্ধমান প্রভাব ঠেকাতে নতুন জোট

অনলাইন ডেস্ক, ২৫ জুন।। প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবার্ধমান প্রভাব ঠেকাতে এই অঞ্চলের ৩টি দেশ ‍সহ যুক্তরাজ্যকে সঙ্গে নিয়ে পার্টনার্স অব ব্লু প্যাসিফিক (পিবিপি) নামের নতুন জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ছাড়া এই জোটের অপর চার দেশ হলো অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য।

নিজেদের মধ্যে অর্থনীতি, কূটনীতি ও প্রতিরক্ষা সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে এই ৫ রাষ্ট্র পিবিপি গঠন করেছে উল্লেখ করে শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ‘প্রশান্ত মহাসাগর অঞ্চলে বসবাসরত লোকজনের সার্বিক উন্নতির জন্যই আমরা একত্রিত হয়েছি।

প্রশান্ত মাহসাগর অঞ্চলের আঞ্চলিক বৈশিষ্ট্য, সার্বভৌমত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতার প্রতি শ্রদ্ধাশীল এবং এই অঞ্চলকে নেতৃত্ব দিতে সক্ষম একটি জোট করার ব্যাপারে আমরা একমত।’

তবে প্রকাশ্যে ‘সার্বিক উন্নতি’র কথা বললেও এই জোট গঠন করার মূল কারণ যে চীনকে ঠেকানো- তার ইঙ্গিত পাওয়া গেছে হোয়াইট হাউসের ইন্দো-প্রশান্ত অঞ্চলের সমন্বয়ক কার্ট ক্যাম্পবেলের কথায়।

রয়টার্সকে তিনি বলেন, কূটনৈতিক প্রভাবের বিচারে ইন্দো-প্রশান্ত অঞ্চলে অন্য যেকোনো রাষ্ট্রের চেয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা সুবিধাজনক; কিন্তু এতদিন কোনো মার্কিন সরকার ওই অঞ্চলে বিশেষ মনোযোগ দেয়নি। ‘অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং দিন দিন সেখানে চীনের প্রভাব বাড়ছে। এটি ঠেকানোর জন্যই এই জোট গঠনের পদক্ষেপ নিয়েছি আমরা’।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?