স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুন।। ত্রিপুরার বুকে গত ৫১ মাস যাবৎ যে পরিস্থিতি চলছে তার প্রেক্ষাপটে সদ্য অনুষ্ঠিত চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রত্যাশিত নয়। বিজেপি শাসন ক্ষমতা কাজে লাগিয়েছে।
বামফ্রন্ট কমিটির তরফে এক বিবৃতিতে এই বক্তব্য রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অর্থশক্তি, বাহুবলি শক্তি এবং নানা ভাবে প্রশাসনিক শক্তিকে ব্যবহার করেছে। শাসক দলের সৃষ্ট সন্ত্রাস এবং আক্রমণ ও হুমকির কারণে বহু এলাকাতেই ভোটাররা শঙ্কাহীন থাকতে না পারার জন্য স্বাধীন মতামত ব্যক্ত করতে পারেননি।
উল্লেখযোগ্য সংখ্যক প্রকৃত ভোটারদের ভোটদানে বাধা সৃষ্টি করেছে। স্থানে স্থানে প্রকৃত ভোটারদের ভোটদানের অধিকার কেড়ে নিয়ে বাহুবলিরা শাসক দলের পক্ষে তাদের ভোটকে ব্যবহার করেছে।
এতসব বহুমুখী ষড়যন্ত্র এবং প্রতিকুলতার মধ্যেও যাঁরা সাহসী ভূমিকা নিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন তাঁদের শ্রদ্ধা জানাচ্ছি।
এই উপনির্বাচনের ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক ও স্বাধীন মতামত ব্যক্ত করার প্রকৃত অধিকার পুনঃস্থাপনে গণতান্ত্রিক জনগণ ব্যাপক ঐক্য গড়ে তোলার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবেন বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।