উপনির্বাচনে কোন্ প্রার্থী কত ভোট পেলেন, জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জুন।। রাজ্যে গত ২৩ জুন অনুষ্ঠিত ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এরমধ্যে ৮-টাউন বড়দোয়ালি, ৪৬-সুরমা (এসসি) ও ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীগণ।

৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজয়ী হয়েছেন আইএনসি প্রার্থী। ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএনসি প্রার্থী আশিস কুমার সাহাকে পরাজিত করেন। বিজেপি প্রার্থী প্রফেসর ডা. মানিক সাহার প্রাপ্ত ভোট ১৭,১৮১।আইএনসি প্রার্থী আশিস কুমার সাহার প্রাপ্ত ভোট ১১,০৭৭।

৪৬-সুরমা (এসসি) বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপ্না দাস পাল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী বাবুরাম সতনামীকে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী স্বপ্না দাস পালের প্রাপ্ত ভোট ১৬,৬৭৭। নির্দল প্রার্থী বাবুরাম সতনামীর প্রাপ্ত ভোট ১২,০৯৪।

৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথকে পরাজিত করেন। বিজেপি প্রার্থী মলিনা দেবনাথের প্রাপ্ত ভোট ১৮,৭৬৯। সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথের প্রাপ্ত ভোট ১৪, ১৯৭।

৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে আইএনসি প্রার্থী সুদীপ রায় বর্মণ তাঁর নিকটতম বিজেপি প্রার্থী ডা. অশোক সিনহাকে পরাজিত করেন। আইএনসি প্রার্থী সুদীপ রায় বর্মণের প্রাপ্ত ভোট ১৭,৪৩১। বিজেপি প্রার্থী ডা. অশোক সিনহার প্রাপ্ত ভোট ১৪,২৬৮।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?