স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ২৫ জুন।। চুরির সামগ্রী বিক্রি করে ট্রিপার কিনে চোরেরা!
সম্প্রতি চুরাইবাড়ি থানার পুলিশ চারজন কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে।
তাদের মধ্যে ২ জন আবার কুমারঘাট নিদেবী এলাকার নীলকান্ত দে’র বাড়িতে চুরির ঘটনার সাথে জড়িত। তাই তাদের সাথে নিয়ে কুমারঘাট থানার পুলিশ এদিন নিদেবী এলাকায় আসে। সেখানে তাদের ব্যবহৃত শাবল উদ্ধার হয়।
ওই বাড়ি থেকে চুরি করা টিভিও উদ্ধার হয়েছে। কিন্তু চুরির স্বর্ণালঙ্কার বিক্রি করে তারা ট্রিপার কেনার জন্য শো-রুমে ৩ লক্ষ টাকা দিয়ে দেয় বলে পুলিশকে জানিয়েছে।
শুধু তাই নয় তারা আরও জানিয়েছে যে তারা স্বাবলম্বী হতে চায়। রুজি রোজগার নাই। তাই ট্রিপার ট্রাক কিনে রোজগারের ধান্দা করছিল তারা।