উদয়পুর রেলস্টেশনে নেশা কারবারিদের রমরমা, প্রসারিত হচ্ছে দেহ ব্যবসাও

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৫ জুন।। উদয়পুর রেল স্টেশন এখন নেশার আতুরঘর। যুব সমাজ ধংস হচ্ছে উদয়পুর মাতাবাড়ি রেল স্টেশনে। উদয়পুর মাতাবাড়ি রেল স্টেশনের এক পরিত্যক্ত বিল্ডিং ঘরে প্রতিদিন শতশত যুবক যুবতী নেশার আসর বসায়।

হিরোইন, গাঁজা সহ নানান ধরনের অসামাজিক কাজ হচ্ছে বলে অভিযোগ উঠছে। তাছাড়া প্রতিনিয়ত খবর আসছে মাতাবাড়ি রেল স্টেশন চত্বর এলাকায় চুরির কান্ড।

রাতের আধারে চলে যৌন ব্যবসা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যুব সমাজ রেল স্টেশনে গিয়ে নেশায় আসক্ত হচ্ছে। স্কুল – কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা সেখানে মেতে উঠছে নেশায় ।

প্রতিনিয়ত পুলিশের কাছে খবর থাকলেও মূল পান্ডাকে ধরা যাচ্ছে না। কয়েকদিন আগে উদয়পুরের কিছু যুবককে আর কে পুর থানার পুলিশ নেশার আসর থেকে ধরে নিয়ে যায়। কিন্তু পুলিশ কি পারবে যুব সমাজকে সঠিক পথে নিয়ে যেতে, কখনোই একা পারবে না।

যদি না সমাজ, বিভিন্ন ক্লাব, সংস্থা, প্রশাসন একত্রিত ভাবে মায়দানে না নামবে, ততদিন যুব সমাজের সেই নেশায় আসক্ত কীটগুলিকে পরিবর্তন করে নিয়ে আসা যাবে না।

নেশায় আসক্ত হয়ে যুবসমাজ তো ধ্বংস হচ্ছেই, তার পাশাপাশি কারুর ভাই, কারো স্বামী, কারুর ছেলে পরিবারকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?