স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২৫ জুন।। আট নয় পরিবারের আড়াই হাজার রাবার গাছ ধ্বংস। বিধায়ককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত রাবার চাষী।
বিলোনিয়া রাজনগর বিধানসভা কেন্দ্রের দূর্গাপুর গ্রামের ৮-৯ পরিবারের আড়াই হাজার রাবার গাছ ধ্বংস করা হয়েছে। কাটাতারের বেড়া নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাম আমলে বন দফতরের জমিতে আশ্রয় নিয়েছিল। বামফ্রন্ট সরকারই তাদের থাকার ব্যবস্থা করেছিল।
সেই পরিবারগুলো বেঁচে থাকার জন্য রাবার বাগান গড়ে তুলে। এলাকার বিধায়ক সুধন দাসের অভিযোগ আগাম নোটিশ ছাড়া ৮-৯ পরিবারের আড়াই হাজার রাবার গাছ ধ্বংস করা হয়েছে। এই ধরনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অসহায় হয়ে পড়েছে পরিবারগুলি।
রাজনগর ব্লকের দুর্গাপুর পঞ্চায়েতের রাজনগর এলাকায় বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে কাটাতারের ফলে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল।
কিছু দিন আগে বনদফতর ওই এলাকায় বসবাস কারি ৭-৮ পরিবারের অনেক দিনের পুরানো রাবার গাছ গুলি কেটে দেয়। খবর পেয়ে ওই গ্রামে যান বিধায়ক সুধন দাস।এলাকার মানুষ এই ধরনের ঘটনায় ভেঙে পরে।অনেক কষ্ট করে এই রাবার গাছ গুলি তারা লাগিয়ে ছিল।
তাদের জীবন জীবিকার উপার্জনের উপর বন দফতরের এমন ঘটনার নিন্দা জানান বিধায়ক সুধন দাস। তিনি জানান বন দফতরের উচ্চ আধিকারিকদের সাথে কথা বলবেন এই ঘটনার।