স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৫ জুন।। ভীমরুলের আক্রমণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়িসহ পড়ল পুকুরে। আহত হয়েছে গাড়ির চালক। ঘটনা শনিবার উদয়পুর জামজুড়ি এলাকায়।
গাড়ির চালক জানায়, দক্ষিণ জেলার চোত্তাখোলা থেকে উদয়পুর আসার পথে জামজুড়ি সিএনজি স্টেশনের কাছে হঠাৎ একটি ভিমরুল গাড়ির চালককে আক্রমণ করে।
এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে গাড়িটি পার্শ্ববর্তী একটি পুকুরে গিয়ে পড়ে। গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। অল্পেতে প্রাণে বাঁচে গাড়ির চালক।
স্থানীয় লোকজন কোনরকম চালককে উদ্ধার করে। পরে খবর দেওয়া হয় পুলিশকে। দূর্ঘটনার একটি মামলা নেয়া হয়েছে।