স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ জুন।। ছাপ্পা ভোটাদের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার জেরে দিনদুপুরে ৩ বাড়ি তছনছ। কাঞ্চনমালার বাম কর্মী বিকাশ সিনহা, শেখর দেবনাথ সহ ৩ জনের বাড়িতে শনিবার দুপুরে হামলা চালায় দুষ্কৃতিরা।
কারণ বিকাশ সিনহা সামাজিক মাধ্যমে ছবি দিয়ে দেখিয়ে দিয়েছিলেন তাদের এলাকার দুষ্কৃতিরা ছাপ্পা ভোট দিতে আগরতলা শহরে এসেছে। সেই কারণেই এদিনের হামলা বলে অভিযোগ।
এই ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর করেছে। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে সনাক্ত করতে পারেনি।
প্রসঙ্গত, উপনির্বাচনে ব্যাপক হারে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।