নেশার টানে বেসামাল অটো চালক, তোতাবাড়িতে দুর্ঘটনায় শিশুসহ আহত ছয়জন

স্টাফ রিপোর্টার, কল্যানপুর, ২৫ জুন ।। নেশার ঘোরে গতির টানে বেসামাল অটো। রাস্তার ধারে বৃহদাকার গাছে ধাক্কা লাগিয়ে শিশুসহ আহত ছয় যাত্রী। ঘটনা শনিবার পড়ন্ত বেলায় কল্যাণপুর থানাধীন তেলিয়ামুড়া সড়কের তোতাবাড়ি এলাকায়। স্থানীয় মানুষের সহায়তা গুরুতর আহত যাত্রীদের দুর্ঘটনার কবল থেকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

কিন্তু দুই যাত্রীর আঘাত গুরুতর থাকায় সাথে সাথেই তাদের জিবি হাসপাতাল প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ শনিবার বিকেলে TR 06 3360 নম্বরের দ্রুতগামী অটো তেলিয়ামুড়া থেকে যাত্রী বোঝাই করে কল্যাণপুরের দিকে আসছিল। খোয়াই তেলিয়ামুড়া সড়কের তোতাবাড়ি এলাকায় পৌঁছলে চালকের বেসামাল গতির কারণে একটি গাছে সজোরে ধাক্কা দিয়ে পাল্টি খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

গাড়িতে শিশুসহ পাঁচজন যাত্রীই দুর্ঘটনার কবলে পড়ে। তীব্র চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় মানুষজন এগিয়ে আসে উদ্ধার কাজে হাত দেয়। আহতদের কল্যাণপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অশ্বিনী দেববর্মা ( ৫৮) বাড়ি ওয়ারেন্টু এবং নবলক্ষী দেববর্মা( ৬০) বাড়ি বড়ময়দান দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথেই জিবি হাসপাতাল প্রেরণ করে দেয়।

অন্যান্য যাত্রীদের আঘাত কম থাকায় মঞ্জু দেববর্মা এবং রিমা দেববর্মাকে স্থানীয় হাসপাতালে অবজারভেশনে রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার এসআই প্রিয়রঞ্জন সাহা অকুস্থলে পৌছে অটোর চালকসহ অটো থানায় আটক করে নিয়ে আসে।

আহত যাত্রীদের অভিযোগ অটোর চালক রূপক শীল নেশাগ্রস্ত থাকায় মাত্রাতিরিক্ত গতিতে অটো চালাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। রূপক শীল কল্যাণপুর এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি ব্রাউন সুগার হেরোইন জাতীয় নেশা সামগ্রী বিক্রির সাথে যুক্ত। একাধিকবার থানা পুলিশের বেড়াজালে পড়ে জেল খেটেও আসে।

ইদানিং অটো কিনে রাস্তায় নেমে ছোটখাটো আরো দুর্ঘটনা ঘটায়। পুলিশ জানায় আহতদের তরফে অভিযোগ দাখিল হলে দুর্ঘটনার সঠিক মামলা চলবে। কল্যাণপুরে দিনের পর দিন পথদুর্ঘটনা বেড়ে চলায় সাধারণ্যে তীব্র আতঙ্ক ক্রমশ বাড়ছে। দুর্ঘটনার খবর জনমনে বেশ চাঞ্চল্য ছড়ায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?