স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ জুন।। “গঙ্গায় স্নান করে যেমন নিজেকে পবিত্র মনে হয়, ঠিক তেমনই নির্বাচনের উৎসবে ভোট দিলেও নিজেকে পবিত্র লাগে। আজ ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে গনতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করলাম।”
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করলেন বিজেপি আইপিএফটি জোট সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
স্ত্রীকে সাথে নিয়ে বৃহস্পতিবার ৮- টাউন বড়দোয়ালী কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন সস্ত্রীক সুশান্ত চৌধুরী। ভোটাধিকার প্রয়োগ করে বুথের সামনে দাঁড়িয়ে সুশান্ত চৌধুরী জানালেন বিজেপি ৪-০ তে জয়ি হবে। ৪-০ এর সহজ ব্যাখ্যা হল চারটি আসেনে বিজেপির জয়।
শুধু তাই নয় সুশান্ত চৌধুরী আরও বলেছেন নির্বাচনে ভোট পর্ব শান্তিতেই হচ্ছে। বিরোধীরা নাটক মঞ্চস্থ করছেন। সুশান্তবাবুর ৪-০ এর হিসাব বাস্তবের মাটি স্পর্শ করবে আসছে রবিবার তথা ২৬ জুন ভোট গণনায়।