অনলাইন ডেস্ক, ২৪ জুন।। আজ মনোনয়ন পেশ করলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। মনোনয়ন জমা দেওয়ার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে ফোন করে রাষ্ট্রপতি নির্বাচনে দুই নেত্রীর সমর্থন চাইলেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি পদপ্রার্থী আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু আজ সংসদে তাঁর মনোমনয় পত্র জমা দিলেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মোট চারটি মনোনয়ন জমা দেওয়া হয়েছে। প্রথমটিতে দ্রৌপদী মুর্মুর পক্ষে প্রস্তাবক প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং অনুমোদক প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
দ্বিতীয় সেটের মনোনয়নে দ্রৌপদী মুর্মুর প্রস্তাবক বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী, হেমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রস্তাবক হিসেবে রয়েছেন।
তৃতীয় সেটের মনোনয়নে হিমাচল এবং হরিয়ানার বিধায়করা রয়েছেন। চতুর্থ সেটের মনোনয়ন গুজরাতের বিধায়কদের। সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
মোদিই ছিলেন প্রথম প্রস্তাবক। গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দ্রৌপদী। বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দ্রৌপদী। দ্রৌপদীর সঙ্গে সাক্ষাতের পরেই প্রধানমন্ত্রী মোদি একটি ট্যুইট করে লেখেন, ‘দ্রৌপদীজির সঙ্গে সাক্ষাৎ হল।
তার রাষ্ট্রপতির মনোনয়ন সমগ্র ভারতজুড়ে সমাজের সকল স্তরের দ্বারা প্রশংসিত হয়েছে। তাঁর তৃণমূল স্তরে গিয়ে সমস্যা বোঝার ক্ষমতা, ও লক্ষ্য আগামীদিনে ভারতকে উন্নয়নের পথে চালিত করবে’।