অনলাইন ডেস্ক, ২৪ জুন।। করোনা ভাইরাসের কারণে ফুটবলে বেশ কিছু পরিবর্তন এসেছে। খেলোয়াড়দের ওপর চাপ কমাতে পাঁচ জন বদলি খেলোয়াড় তো আছেই।
২০২২ বিশ্বকাপেও থাকছে বেশ কিছু নতুন নিয়ম। এবারের বিশ্বকাপ হবে কাতারে। গরমের কারণে জুন-জুলাইয়ে না হয়ে ২০ অক্টোবর থেকে শুরু হবে ৩২ দলের ৩০ দিনের লড়াই।
করোনার ঝুঁকি থাকায় সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ম্যাচগুলোতে ২৩ জনের পরিবর্তে ২৬ জনের স্কোয়াড নিয়ে খেলা চলছে। বদলি তিনজনের পরিবর্তে আনা হয়েছে পাঁচজনে। বিশ্বকাপেও ২৬ জনের স্কোয়াডের অনুমোদন দিয়েছে ফিফা।
সঙ্গে থাকবে ১১ জনের দল কর্মকর্তা। তার মধ্যে অবশ্যই থাকতে হবে চিকিৎসক। তাদের প্রত্যেকে বেঞ্চে বসার অনুমতি পাবেন। ফিফা জানিয়েছে, ম্যাচে ১৫ জন বিকল্প বা বদলি খেলোয়াড় রাখা যাবে। যার অর্থ হলো, ২৬ জনের স্কোয়াডের সবাই থাকবেন ম্যাচে। ১১ জন মাঠে, ১৫ জন বিকল্প। কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে সেনেগাল-নেদারল্যান্ডস।