স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২৪ জুন।। নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃতদেহ উদ্ধার। সোনামুড়া হাসপাতাল চৌমুহনির আবিরলাল ধর গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।
ওইদিন নদীর পাড়ে তার মোবাইল ফোন এবং জুতো উদ্ধার হয়েছিল। টানা ৩ দিন ধরে গোমতীতে তল্লাশি চালানো হয়। অবশেষে শুক্রবার সকালে নদীর জলে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা স্পষ্ট নয়।
ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যুতে নয়া মোড়
পরকীয়ার জন্য ছেলেকে খুন করেছে বাবা। অভিযোগ মৃতের দিদার। সোনামুড়া হাসপাতাল চৌমুহনির আবির লাল ধর’র মৃতদেহ উদ্ধার হতেই মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করেন তার দিদা।
মহিলার অভিযোগ আবিরের বাবার অপর মহিলার সাথে সম্পর্ক আছে। সেই সম্পর্কের জন্যই তার স্ত্রী অর্থাৎ আবিরের মা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন।