স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২২ জুন।।নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ মামলা প্রনজিত দেবনাথ নামে এক যুবকের ২০ বৎসরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালত।
ঘটনায় প্রকাশ ২০১৯ সালের ১ লা নভেম্বের শান্তির বাজার থানার অন্তগত শান্তির বাজার স্কুলের দশম শ্রেনীর ছাত্রী স্কুলে যাওয়ার পথে একই থানা এলাকার বেতাগার যুবক প্রনজিত দেবনাথ তার ২ বন্ধু সহ নাবালিকা মেয়েটিকে জোর পূর্বক রাস্তা থেকে তুলে অপহরণ করে নিয়ে যায়। নাবালিকার পরিবার অনেক খোঁজা খুঁজি করে যখন পায়নি তখন বিষয়টি নিয়ে শান্তির বাজার থানায় নাবালিকার পরিবারেে পক্ষ থেকে একটি অপহরনের মামলা দায়ের করে।
পুলিস মামলা নিয়ে তদন্ত শুরু করে অবশেষে মেলাঘর থানার পুলিসের সাহায্য মামলার তদন্ত কারী পুলিস অফিসার এস আই সীমা রায় অভিযুক্ত প্রনজিত দেবনাথ ও নাবালিকা মেয়েকে উদ্ধার করে শান্তির বাজার থানায় নিয়ে আসে। নাবালিকা আদালতে ১৬৪ জবান বন্ধি রেকড করে। মামলার তদন্ত শেষে তদন্ত কারী পুলিস অফিসার আদালতে চার্যশিট জমা দেন। আদালত ১৭ জনের সাক্ষবাক্য গ্রহন করে বুধবার মামলার রায় ঘোষনা করেন।
বিলোনীয়ার বিশেষ আদালতের বিচারপতি আশুতোষ পান্ডে মামলার মূল অভিযুক্ত প্রনজিত দেবনাথকে দোষি সাব্যস্ত ভারতীয় দন্ড বিধির ৩৬৬ ধারায় ৪ বৎসের স্ব- শ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন, টাকা অনাদায়ে আরো ১ মাসের জেলের নির্দেশ দেন এছাড়া ফোর অফ পক্সো ( ২) ধারায় ২০ বৎসরের জেল ১৫ হাজার টাকা জরিমানা নির্দেশ দেন। টাকা অনাদায়ে আরো ৩ মাসের জেলের নির্দেশ দেন বিচারপতি আশুতোষ পান্ডে।
নাবালিকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইন জিবি (স্পেশাল পি পি) প্রভাত চন্দ্র দত্ত। দুটি সাজাই এক সাথে চলবে বলে জানান মামলার আইনজিবি প্রভাত চন্দ্র দত্ত।