উপনির্বাচন : কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জুন।। বুধবার উপনির্বাচনের ভোটগ্রহণ। আজ উমাকান্ত স্কুল থেকে ই ভি এম মেশিন নিয়ে যার যার ভোট কেন্দ্রে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা।

মূলত ৬ আগরতলা এবং ৮ বড়দোয়ালী কেন্দ্রের জন্য উমাকান্ত স্কুলের স্ট্রং রুম থেকে ইভিএম নিয় বুথ বুথে গেছেন ভোটকর্মীরা। ৬ আগরতলা কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৫৫ টি।

এই কেন্দ্রে মোট ভোটার ৫১ হাজার ৭৩৯। এর মধ্যে মহিলা ২৬,৩৪৯ জন এবং পুরুষ ২৫,৩৮৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৫ জন। অন্যদিকে ৮ বড়দোয়ালী কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৫৬ টি। মোট ভোটার আছেন ৪৬ হাজার ৬২২।

এর মধ্যে মহিলা ভোটার ২৪, ৪০২ এবং পুরুষ ভোটার আছেন ২২,২২০ জন। কঠোর নিরাপত্তার মধ্যে ভোটকর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। আগামীকাল ভোট গ্রহণ। ২৬ জুন গণনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?