স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জুন।।থানার লকআপে মৃত যুবকের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ উচ্চ আদালতের।
সোনামুড়া থানায় গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় যুবক জামাল হোসেনকে গ্রেফতার করে আনা হয়েছিল। ওই রাতেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছিল।
পুলিশ দাবি করে হৃদরোগে আক্রান্ত হয়ে জামালের মৃত্যু হয়েছিল। কিন্তু তার পরিবার আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই মামলায় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে।
রায়ে বলা হয়েছে রাজ্য সরকারকে আগামী ৪ সপ্তাহের মধ্যে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন এই সংবাদ জানিয়েছেন।