অনলাইন ডেস্ক, ২২ জুন।। আফগানিস্তানের পাকতিকা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।
দক্ষিণ-পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে আঘাত হানে ভূমিকম্পটি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, পাকতিকা প্রদেশে স্ট্রেচারে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া হচ্ছে, বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা বিবিসিকে জানান, মৃতের সংখ্যা আরও বাড়েতে পারে। ১৫০ জনের অধিক লোক আহত হয়েছেন।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও অধিক জুড়ে কম্পন অনুভূত হয়েছে।