স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুন।। যোগা দেশের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য। দেশের এই প্রাচীন সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ জিরানীয়া মহকুমার বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রাজ্যভিত্তিক অষ্টম আন্তর্জাতিক যোগা দিবসের উদ্বোধন করে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। ক্রীড়ামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতিকে ভিত্তি করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আমাদেরও কর্তব্য দেশের ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, মধ্যপ্রদেশের ইন্দোরের প্রাক্তন মেয়র কৈলাস বিজয়বর্গীয় ও বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকারানন্দ মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, ২০১৫ সালের ২১ জুন থেকে সমগ্র বিশ্বে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়ে আসছে। শরীর সুস্থ রাখতে যোগাসনের বিকল্প নেই। তিনি ছাত্রছাত্রীদের বেশি করে যোগা চর্চায় যুক্ত হতে আহ্বান জানান। ক্রীড়ামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরাই হচ্ছে আগামীদিনের দেশের ভবিষ্যৎ। ছাত্রছাত্রীরা সুস্থভাবে নিজেদের গড়ে তুলতে পারলেই দেশ গঠনে সহায়ক ভূমিকা নিতে পারবে।
কারণ যোগাসনের মাধ্যমে শুধু সুস্থ শরীরই গড়ে উঠে না, সুস্থ মনও গড়ে উঠে। অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকারানন্দ মহারাজ বলেন, যোগাভ্যাসের ফলে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে। শরীর ও মন সুস্থভাবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা নেয় যোগা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। উদ্বোধনী অনুষ্ঠানের পর জিরানীয়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমবেত যোগা প্রদর্শনীতে অংশ নেয়। অতিথিগণও যোগা প্রদর্শনীতে অংশ নেন। অনুষ্ঠিত হয় রিদমিক যোগাও।