অনলাইন ডেস্ক, ২০ জুন।। নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছানোতে ব্যস্ত ইউরোপের ক্লাবগুলো। লিভারপুলও পৃথিবী চষে খুঁজে খুঁজে দলে টানছে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের। কোচ ইউর্গেন ক্লপের চোখ তরুণদের দিকে। ইতোমধ্যে তৃতীয় চুক্তিও সেরে ফেলল তারা।
৫ মিলিয়ন পাউন্ডে ফুলহাম ফরোয়ার্ড ফাবিও কারভালহোর পর রেকর্ড ৬৪ মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজ— এবার আরেক তরুণ খেলোয়াড়কে দলে নিল লিভারপুল। ১৮ বছর বয়সী স্কটিশ রাইট-ব্যাক ক্যালভিন রামসের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে অলরেডরা। স্কটিশ ক্লাব আবেরডিন থেকে পাঁচ বছরের চুক্তিতে অ্যানফিল্ডে আসছেন তিনি।
লিভারপুলের সঙ্গে স্কটল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের এই তারকার প্রাথমিক চুক্তি হয়েছে ৪.২ মিলিয়ন পাউন্ডের। অবশ্য তার সঙ্গে যোগ হবে আনুষঙ্গিক আরও ২.৫ মিলিয়ন পাউন্ড। কেনার পরও কারভালহোকে যেমন ধারে পাঠিয়েছে, তেমন কোনো ইচ্ছে রামসেকে নিয়ে নেই ক্লপের।
দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে থাকছেন এই স্কটিশ। রামসে আবেরডিনের হয়ে গত মৌসুমে ৩৩ ম্যাচ খেলে এক গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেন। স্কটিশ প্রিমিয়ারশিপে মোট খেলেছেন ৩৮ ম্যাচ। এপ্রিলে স্কটিশ ফুটবল রাইটারদের ভোটে সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
২০২১-২২ মৌসুমে কোয়াড্রপল জয়ের দ্বারপ্রান্তে গিয়েও স্বপ্ন পূরণ করতে পারেনি লিভারপুল। কারাবো কাপ ও এফএ কাপ জিতলেও প্রিমিয়ার লিগে রানার-আপ হয় তারা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।