স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২০ জুন।। রবিবারের অবিরাম প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে উদয়পুর পুর পরিষদের সোনামুড়া চৌমুহনী এলাকা। এর ফলে দুর্ভোগে পড়তে হয় স্থানীয় শতাধিক পরিবারকে।
জল নিষ্কাশনী ব্যবস্থা ঠিকঠাক ভাবে না থাকার ফলে এই দুর্ভোগ বলে অভিযোগ এনে সোমবার আগরতলা সাব্রুম জাতীয় সড়কের উদয়পুর সোনামুড়া চৌমুহনীতে রাস্তা অবরোধে বসেন সোনামুড়া চৌমুহনী এলাকার ক্ষুব্ধ জনগন। এর ফলে স্বাভাবিকভাবেই রাস্তার দু’ধারে দেখা দেয় বিশাল যানজট।
খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এর নেতৃত্বে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দ্রুত সমস্যা সমাধানের মৌখিক প্রতিশ্রুতি দিলে রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়।