অনলাইন ডেস্ক, ২০ জুন।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে বরাবরই উচ্চকণ্ঠ কঙ্গনা রনৌত। সম্প্রতি বিতর্কিত কৃষি আইনের পর এবার ‘অগ্নিপথ’ ইস্যুতেও সরকারের সমর্থনে সুর চড়ালেন তিনি। ‘অগ্নিপথ প্রকল্প’ নিয়ে কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি ভারতজুড়ে। এই প্রকল্পকে প্রাচীন ভারতের ‘গুরুকুল’-এর সঙ্গে তুলনা করলেন ‘কুইন’ অভিনেত্রী।
ইসরায়েলের উদাহরণ টেনে এসে জানান, সে দেশে আর্মি প্রশিক্ষণ যুব সম্প্রদায়ের জন্য বাধ্যতামূলক।
ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, প্রতিদিন পাবজির নেশায় হাজার হাজার যুবক নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করছে, এই ধরনের সংস্কার খুব প্রয়োজনীয় তাদের জন্য। ‘মনিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ নায়িকা লেখেন, ‘ইসরায়েলের মতো একাধিক দেশে সেনার প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক।
প্রত্যেকেই জীবনের কয়েকটা বছর সেনার জন্য উৎসর্গ করে জাতীয়তাবাদ, নিয়মানুবর্তিতা শেখে এবং দেশকে রক্ষা করার আসল অর্থ জানতে পারে। ’এরপর কঙ্গনা আরও জানান, ‘অগ্নিপথ প্রকল্প শুধু ক্যারিয়ার গড়ার বা রোজগার করবার একটা উপায় মাত্র নয়, এর ভিন্ন মানে রয়েছে।
প্রাচীনকালে পড়ুয়াদের শিক্ষালাভের উদ্দেশ্যে গুরুকুলে যেতে হতো, এটাও প্রায় তেমনই। আর এর জন্য আবার টাকাও দেওয়া হচ্ছে। যুব সম্প্রদায়ের একটা বড় অংশ মাদক এবং পাবজি-র মতো গেমের নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের সংশোধন প্রয়োজন।
’সকলকে এগিয়ে এসে কেন্দ্রের এই প্রকল্পের সমর্থন জানানোর আর্জিও রাখেন অভিনেত্রী। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে অস্থায়ীভাবে ৪ বছরের জন্য সেনা বাহিনীতে কর্মী নিয়োগ হবে।
যাদের নাম হবে ‘অগ্নিবীর’। সেনাবাহিনীর মোট সংখ্যা অক্ষুণ্ন রেখে আধুনিকীকরণের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় সেনা সরকার। তবেও অস্থায়ী পদে নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীরা অসন্তুষ্ট। একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ।