অনলাইন ডেস্ক, ২০ জুন।। এই বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলগুলোও দ্বিপক্ষীয় সিরিজ খেলে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে। ঘরের মাটিতে ভারত পাঁচ ম্যাচের সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে তাদের এখন থেকে দল নির্বাচন নিয়ে বেশ উভয়সংকটের মধ্যে যেতে হচ্ছে।
অবশ্য তা মধুর সমস্যা। টিম ইন্ডিয়ার এখন ‘শ্যাম রাখি কি কূল রাখি’ অবস্থা। বিশ্বকাপের জন্য স্কোয়াডে কাকে রেখে কাকে জায়গা দেবে ভারত? এদিকে বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলদের মতো অভিজ্ঞরা চোটের কারণে না থাকায় প্রোটিয়াদের বিপক্ষে বেশ কয়েকজন তরুণকে সুযোগ দিয়েছে। তারাও নিরাশ করছে না নির্বাচকদের।
তবে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হবে কিনা তা এখনো অনিশ্চিত। ভারতের সাবেক পেসার আশিষ নেহরাও মনে করেন, বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়া নাও হতে পারে শামির। তবে ৩১ বছর বয়সী তারকাকে ঘরের মাটিতে হতে যাওয়া আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য বিবেচনা করা উচিত মনে করেন তিনি।
শামির সক্ষমতা নিয়ে সন্দেহ না থাকলেও এই মুহূর্তে তার টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নেই মনে করেন নেহরা, ‘মনে হচ্ছে, সে এই মুহূর্তে বিশ্বকাপের (টি-টোয়েন্টি বিশ্বকাপ) পরিকল্পনায় নেই।
তবে ম্যানেজমেন্টের যদি শামিকে প্রয়োজন হয়, আমরা সবাই বোলার হিসেবে তার সক্ষমতা জানি। আমি বুঝতে পারছি সে টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি না খেলে, তার টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত। এমনকি আপনি যদি তরুণ খেলোয়াড়দের চানও, তাদের উচিত নিঃসন্দেহে তাকে আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপের জন্য বিবেচনা করা। ’