অনলাইন ডেস্ক, ২০ জুন।। সম্প্রতি বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমা নিয়ে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণী সুপারস্টার সাই পল্লবী বলেছিলেন, “৯০’র দশকে কাশ্মির পণ্ডিতদের পদযাত্রা নিয়ে যে অন্যায় হয়েছিল, তেমন অন্যায় তো কাশ্মিরেরর ‘গরু-রক্ষাকর্তারাও’ করেছেন। ”এতেই ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ তুলে পল্লবির বিরুদ্ধে মামলা ঠুকেছে হায়েদারাবাদের বজরং দল।
সেই মামলার কপি আবার নিজেদের টুইটারে শেয়ারও করেছে তারা। তারা এও বলেছে, আরও খারাপ কিছু ঘটার আগে সাই পল্লবিকে গোটা ভারতের হিন্দুদের কাছে ক্ষমা চাইতে হবে। ভারতে গরুবাহী একটি ট্রাকের মুসলমান চালকের ওপর হিন্দুত্ববাদীদের হামলার ঘটনাকে ইঙ্গিত করে ওই হামলাকারীদের ‘গরু-রক্ষক’ বলেন পল্লবি।
তিনি বলেন, নব্বইর দশকে কাশ্মিরের পণ্ডিতদের বাস্তুচ্যূত হওয়ার সঙ্গে এই সময়কার মুসলমানদের ওপর হামলার সঙ্গে বিশেষ পার্থক্য নেই। ‘প্রেমাম’ ও ‘ফিদা’ খ্যাত এ অভিনেত্রী আরও জানান, দুটো ঘটনাই তাকে বেশ আহত করেছে।
ধর্মের নামে সহিংসতা যে একটা পাপ, এটাই বোঝাতে চেয়েছেন তিনি— এমনটা মনে করিয়ে ভক্তদের উদ্দেশে এ অভিনেত্রীর সাফ কথা— ‘এরপর থেকে কিছু বলার আগে দুবার ভাববো। আমি চিন্তিত যে আমার কথার ভুলভাল ব্যাখ্যা করা হচ্ছে।
’কদিন আগে মুক্তি পাওয়া ‘বিরাটা পরবম’ ছবির প্রচারে সময় কাটাচ্ছেন মেক-আপকে না বলা এই তারকা। ছবিতে তার সঙ্গে আছেন রানা দাগুবাতি। এ ছবিতে সাই পল্লবিকে দেখা যাবে তেলেঙ্গানার এক নকশাল নেতার প্রেমে পড়তে।