স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২০ জুন।। ফের বিশালাকৃতির গাছ রাস্তায় ভেঙ্গে পরে স্তব্ধ খোয়াই তেলিয়ামুড়া সড়ক। ঘটনাটি ঘটেছে খোয়াই তেলিয়ামুড়া সড়কে। গতকাল আসাম আগরতলা জাতীয় সড়কে একটি বিশাল আকাড়ের গাছ একটি গাড়ির উপরে পড়ে প্রায় দেড় ঘন্টা জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছিল।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের বিশালাকৃতির গাছ রাস্তায় ভেঙ্গে পরে স্তব্ধ হয়ে যায় খোয়াই তেলিয়ামুড়া সড়ক। ঘটনার বিবরণে জানা যায় টানা কয়েক দিনের বৃষ্টিপাতে’র ফলে রাস্তার পাশে দাড়িয়ে থাকা বড় বড় গাছ গুলোর গোরার মাটি সরে গিয়ে রাস্তার মধ্যে ধ্বসে পরে। যদিও হতাহতের কোনো খবর নেই।
কিন্তু বিশাল আকার গাছ রাস্তার এপাশ উপাশে পরে থাকার কারনে দু দিকের যান চলাচল একেবারে বন্ধ হয়ে পরে। দু দিকে প্রচুর পরিমাণে গাড়ি আটকে পরে ফলে অফিস যাত্রি সহ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের অসুবিধায় পড়তে হয়। গাছ ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া বনদপ্তর এর কর্মীরা এবং তেলিয়ামুড়া থানার পুলিশ।
দ্রুততার সংগে চেষ্টা চালিয়ে বেশ প্রায় কয়েক ঘন্টা পর গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর তেলিয়ামুড়া খোয়াই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে, আজই তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে আরোও একটি বিশাল আকারের গাছ রাস্তার পাশে থাকা এক ব্যক্তির বসত ঘরের উপর ইলেক্ট্রিক খুটি সমেত ভেঙ্গে পড়ে।
আর একটু হলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। অল্পেতে রক্ষা পেয়েছে ঐ বাড়ির সদস্যরা। মেশিন বিকল, রাস্তায় পড়ে থাকা গাছ কাটতে সময় লাগলো ৫ ঘণ্টা ! তেলিয়ামুড়া খোয়াই সড়কের তৃষাবাড়ি এলাকায় সোমবার সকালে আচমকা একটি গাছ ভেঙে পড়ে।
রবিবারের মতোই গাছ ভেঙে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে থাকে। এদিন তৃষাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা গাছ কাটতে প্রায় ৪০ মিনিট পর বনকর্মীরা আসেন। তারা দুটি মেশিন নিয়ে আসলেও একটি চালু হয়নি। অনেক চেষ্টা করেও মেশিন চালু করতে পারেননি বনকর্মীরা। পরে তারা নিজেদের মতো প্রায় ৫ ঘণ্টা সময় নিয়ে গাছ কাটেন এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।