উজান অভয়নগরে প্রচারে গিয়ে আক্রান্ত সুদীপ বর্মণ হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ জুন৷৷ ভোটের আর মাত্র তিন দিন বাকি৷ রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে৷ রবিবার রাতে উজান অভয়নগরে আক্রান্ত হলেন ৬ আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন৷

এদিন রাত্যে তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন৷ তখন উজান অভয়নগর এলাকায় তাঁর উপর ইটবৃষ্টি করা হয়েছে৷ একটি বড় সাইজের ইটের টুকরো সুদীর রায় বর্মণের মাথায় ও চোখে মুখে গিয়ে পড়ে৷ তাতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন৷

সাথে সাথেই তাঁকে সেখান থেকে উদ্ধার করে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ৮ বড়দোয়ালী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ অন্যান্য নেতৃত্বরা৷

ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ চিকিৎসকরা তাঁকে ভরতি করিয়েছেন৷ আশীষ কুমার সাহার অভিযোগ মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহার উপস্থিতিতেই এই ধরনের হামলার ঘটনা ঘটেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?