স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ জুন।। রবিবার রাতে কংগ্রেস প্রার্থী সুদীপ বর্মণের উপর হামলার দায় সুশান্ত চৌধুরীর উপর বর্তালেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অজয় কুমার। শুধু তাই নয় ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার সুশান্ত চৌধুরীর নেই বলেও মন্তব্য করেছেন অজয় কুমার।
সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে অজয় কুমার জানান, সুশান্ত চৌধুরী দাবি করেছেন ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। কিন্তু অজয় কুমার একটি ভিডিও দেখিয়েছেন যেখানে স্পষ্ট দেখা গিয়েছে যে সুশান্ত চৌধুরী হামলাকারীদের সাথে আছেন এবং পুলিশও তাঁর সাথে আছেন।
সুশান্ত চৌধুরীকে ‘বেশরম’ আখ্যা দিয়ে অজয় কুমার বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী যাতে তার নাম এফিডেভিট করে ‘বেশরম চৌধুরী’ করে নেন।
অজয় কুমার আরও বলেন, বিজেপি একটি হায়েনার এর দল। আর এই হায়েনার এর দলের এক ছোট নেতা হলেন সুশান্ত চৌধুরী।