স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৯ জুন।। বড়মুড়া পাহাড়ে আসাম আগরতলা জাতীয় সড়কে যাত্রীবাহী গাড়ির উপর গাছ ভেঙে পড়ে।
তাতে কপালগুণে প্রাণে বেঁচে যান চালক এবং যাত্রীরা। তবে অল্পবিস্তর আহত ৪ জন। গাছ ভেঙে পড়ায় অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন রাস্তায় আটকে পড়ে।
পরে ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বন দপ্তরের কর্মীরাও সেখানে গিয়ে গাছটি কেটে রাস্তা যান চলাচলের উপযোগী করে তুলে। গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, চম্পকনগর, জিরানীয়া প্রভৃতি এলাকায়ও প্রচুর সংখ্যক বহু পুরনো গাছ রয়েছে যেগুলি বিপজ্জনক অবস্থায় আছে। যেকোনো সময় ভেঙে পড়তে পাড়ে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।