স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ জুন।। মাথায় বন্দুক ঠেকিয়ে লুট করল দুষ্কৃতীরা। ঘটনা শনিবার গভীর রাতে খয়েরপুর বাইপাস সংলগ্ন দত্ত চৌমুনী এলাকায় অসীম সরকারের বাড়িতে।
কিছু দুষ্কৃতী বাড়িতে ঢুকে অসীম বাবুর বাবা ও মায়ের মাথায় বন্দুক ধরে ঘরের সকল জিনিস লুট করে নিয়ে যায়। তার মধ্যে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান জিনিসপত্র ছিল বলে অভিযোগ।
ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে সনাক্ত করতে পারেনি। এদিকে এই ডাকাতির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জনমনে আতঙ্ক বিরাজ করছে। রাত্রিকালীন টহল নিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করছেন এলাকাবাসী।