অনলাইন ডেস্ক, ১৯ জুন।। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন দিনেশ কার্তিক। ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটারের প্রত্যাবর্তন বেশ কৌতূহলী ও আগ্রহী করে তুলেছে ভারত ক্রিকেট দলকে। তবে চিন্তায় ফেলে দিয়েছে ঋষভ পন্তের ফর্ম। প্রোটিয়াদের বিপক্ষে ভারত খেলছে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে ছাড়া।
চোটের কারণে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। তবে এই চার খেলোয়াড়কে নিয়ে অক্টোবর-নভেম্বরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়া ও দিনেশ কার্তিকও পারফরম্যান্স দিয়ে স্কোয়াডে নিজেদের অবস্থানও ধরে রাখবেন মনে করা হচ্ছে।
তবে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করেন, যখন ভারত সব খেলোয়াড়কে ফিরে পাবে, তখন দলে জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে পন্তের জন্য। বর্তমানে দ. আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। পিছিয়ে পড়েও পাঁচ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া সমতায় ফিরলেও ছন্দে নেই পন্ত।
তাই ২৪ বছর বয়সী তারকাকে নিয়ে দুশ্চিন্তা জাফরের, ‘আমি মনে করি, আপনি যদি পরবর্তী টি-টোয়েন্টি দল নির্বাচন করেন, ডিকে (দিনেশ কার্তিক) নিঃসন্দেহে একাদশে থাকবে। রাহুল ফিরবে যখন সে ফিট হবে। রোহিত, কোহলি সূর্যকুমারও ফিরবে। আমি মনে করি, ৩-৪ জন দলে ঢুকবে। সুতরাং, এটাই মনে হচ্ছে, একাদশে ঋষভ পন্তের জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে। ’