অনলাইন ডেস্ক, ১৯ জুন।। কেউ কি বুঝতে পেরেছিল প্যারিসে চোট নিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিলেন মোহামেদ সালাহ? লিভারপুল ১-০ গোলে হারলেও পুরো ম্যাচে মিসরীয় ফরোয়ার্ড আতঙ্কগ্রস্ত করে রেখেছিলেন লস ব্লাঙ্কোসদের রক্ষণভাগকে।
কিন্তু গোলপোস্টের নিচে থিবু কোর্তোয়ার অবিশ্বাস্য নৈপুণ্যে জালের দেখা পায়নি অলরেডরা। সালাহরও প্রতিশোধ নেওয়া হয়নি। ২০১৮ সালে কিয়েভের ফাইনালে রিযালের বিপক্ষে সার্জিও রামোসের আঘাতে প্রথমার্ধে কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
সেবারও হারে লিভারপুল। চার বছর পর আরেকবার রিয়ালকে পেয়ে প্রতিশোধ নিতে চেয়েও পারলেন না সালাহ। অথচ প্যারিসের ফাইনালে তিনি মাঠে নেমেছিলেন চোট নিয়ে। কিন্তু কাউকে তা ঘুণাক্ষরেও বুঝতে দেননি। গত দুই মাস ধরে চোটের সঙ্গে লড়াই করছিলেন। ফিটনেস ইস্যু থাকা সত্ত্বেও মাঠে নেমে পড়েন সালাহ।
এই গোপন খবর ফাঁস করেছেন মিসর জাতীয় দলের চিকিৎসক। ১৪ মে চেলসির বিপক্ষে এফএ কাপের ফাইনালের প্রথমার্ধে এই চোট পেয়েছিলেন সালাহ। প্রিমিয়ার লিগেও এই চোট ভুগিয়েছে ৩০ বছর বয়সী তারকাকে। তারপরও নিরস্ত্র হননি। প্যারিসের ফাইনালে পুরো ৯০ মিনিট খেলেন সালাহ।
এই মাসের শুরুতে গিনির বিপক্ষে আফ্রিকান কাপে বাছাইপর্বেও পুরো ম্যাচে ছিলেন মিসর অধিনায়ক। দেশটির জাতীয় দলের চিকিৎসক মোহামেদ আবু এল এলা জানান, তিনি (সালাহ) যখন জাতীয় দলে যোগ দেন তখন চোটের সঙ্গে লড়ছেন।
অন টাইম স্পোর্টসকে তিনি বলেন, ‘এফএ কাপের ফাইনালে পায়ের মাংসপেশির সংযোগ স্থানে চোট পান সালাহ। এরপর তিনি উলভস এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছেন। আর তা সব ১৪ দিনের মধ্যে। ’