অনলাইন ডেস্ক, ১৯ জুন।। দিল্লিতে প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্প দেশকে উৎসর্গ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের রাজধানীতে বিশ্বমানের অনুষ্ঠানের জন্য অত্যাধুনিক সুবিধা, প্রদর্শনী হল থাকুক তা নিশ্চিত করতে ভারত সরকার অবিরাম কাজ করছে।
রবিবার সকালে প্রগতি ময়দান পুনঃউন্নয়ন প্রকল্পের অধীনস্ত প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্পের মূল টানেল এবং পাঁচটি আন্ডারপাস দেশকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী, পরে প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর নিরীক্ষণও করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আধুনিক পরিকাঠানোর সুন্দর উপহার পেল দিল্লি।
এত অল্প সময়ের মধ্যে ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর তৈরি করা সহজ ছিল না। যে রাস্তার চারপাশে এই করিডোর তৈরি করা হয়েছে তা দিল্লির ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে একটি।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশের রাজধানীতে বিশ্বমানের অনুষ্ঠানের জন্য অত্যাধুনিক সুবিধা, প্রদর্শনী হল থাকুক তা নিশ্চিত করতে ভারত সরকার অবিরাম কাজ করছে।