অনলাইন ডেস্ক, ১৯ জুন।। সেন্ট লুসিয়া কিংসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন ড্যারেন স্যামি। সিপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে অ্যান্ডি ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক।
দুই মৌসুম পর কিংদের দায়িত্ব ছাড়লেন জিম্বাবুয়েন কোচ। তার জায়গায় ২০২২ মৌসুমে দেখা যাবে ৩৮ বছর বয়সী স্যামিকে।
সেন্ট লুসিয়া কিংসের সঙ্গে ২০১৩ সালে লিগের প্রথম মৌসুম থেকে আছে তিনি। গত বছর ছাড়েন দলের নেতৃত্ব। এরপর এই ফ্র্যাঞ্চাইজির টি-টোয়েন্টি ক্রিকেট পরামর্শক ও ব্রান্ড অ্যাম্বেসেডর হিসেবে কাজ শুরু করেন। সেই সঙ্গে অ্যান্ডি ফ্লাওয়ারের ব্যাকরুম স্টাফ হিসেবেও ছিলেন স্যামি।
এবার কোচ হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বাস ঝরে পড়ল সাবেক এই বোলিং অলরাউন্ডারের কণ্ঠে, ‘সেন্ট লুসিয়া সব সময় আমার ঘর ছিল এবং থাকবে। খেলোয়াড়ি দিন শেষে এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়া আমার পরিকল্পনার অংশ ছিল।
এখন সময় এসেছে। পরের অধ্যায়ের জন্য আমার তর সইছে না। অভিযান চলমান থাকবে। ’এখনো অবশ্য আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি স্যামি। তবে ২০২০ থেকে সিপিএলে খেলছেন না তিনি।