ইউক্রেন যুদ্ধে শতাধিক শিশুসহ ১০ হাজারেরও বেশি বেসামরিক লোক হতাহত : জাতিসংঘ

অনলাইন ডেস্ক, ১৮ জুন।। ইউক্রেন যুদ্ধে শতাধিক শিশুসহ ১০ হাজারেরও বেশি বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরার।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় দৈনিক হালনাগাদ তথ্যে জানায়, গত ১৬ জুন মধ্যরাত পর্যন্ত কিয়েভে কমপক্ষে ৪ হাজার ৫০৯ জন লোক যুদ্ধে মারা গেছেন এবং আহত হয়েছেন ৫ হাজার ৫৮৫ জন। নিহতদের মধ্যে ২৯৪ জন শিশু রয়েছে বলে জানায় সংস্থাটি।

এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধরত এলাকায় একাধিক লঞ্চ রকেট সিস্টেম, মিসাইল এবং বিমান হামলাসহ অস্ত্রের বিস্ফোরণের কারণেই অধিকাংশ বেসামরিক লোক হতাহত হয়েছেন। তবে এই হতাহতের সংখ্যা সম্ভবত আরও বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে নিজেদের অবস্থান আরও জোরদার করছে রাশিয়া।

সেভেরোদোনেৎস্কের ৮০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রুশ বাহিনী। আজত রাসায়নিক কারখানায় অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। লুহানস্কের গভর্নরের দাবি, সেভেরোদোনেৎস্কে হাজার হাজার বেসামরিক নাগরিক আটকা পড়ে আছেন। অব্যাহত গোলাবর্ষণে তারা বের হওয়ার সুযোগ পাচ্ছেন না।

তাদের অনেকেই আজত রাসায়নিক কারখানার নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন। তবে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে খাদ্য ও পানি সরবরাহ কমে এসেছে এবং স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই সেখানে। এতে রোগবালাই ছড়িয়ে পড়তে পারে।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?