নানা সরকারি সুবিধা পাইয়ে দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে লাপাত্তা বিজেপি নেতা

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১৮ জুন।। সরকারী চাকুরী প্রদান, ঠিকাদারী কাজ পাইয়ে দেওয়া কখনো কৃষকদের পাওয়ার টিলার ফ্রিতে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে মহকুমা থেকে বেপাত্তা বি জে পি নেতা নামধারী এক বাংলাদেশী যুবক। এখন টাকা হারিয়ে হন্যে হয়ে ঘুরছে বেশ কয়েকজন সাধারণ মানুষ।বি জে পি নেতা কর্তৃক এই প্রতারণার ঘটনা নিয়ে প্রায় প্রতিদিন চা -এর দোকানের হাস্য কৌতুক -এর বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঘটনা গন্ডাছড়া মহকুমায়। উক্ত মহকুমার বাসিন্দা সুমন পাল।

বিবরণে জানা যায় বছর ছয়েক আগে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমায় চসে ঘুরে শেষে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় আশ্রয় নেয় বাংলাদেশী সুমন পাল। দেখতে সুশ্রী সুন্দর মিষ্ঠভাষী সুমন পয়সার প্রলোভন দেখিয়ে অসহায় এক জনজাতি যুবতীকে বিয়ে করে নেয়। গত বিধানসভা নির্বাচনের প্রাকমুহূর্তে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ষাটকার্ডের দুই পেটুয়া নেতার হাত ধরে বাংলাদেশী সুমন পাল মহকুমার বি জে পি -র নেতা বনে যান।

বি জে পি দলের অভ্যন্তরিন সূত্রে খবরে জানা যায় সুমন পালকে বি জে পি -র নেতা বানানোর জন্য ওই ষাটকার্ডের দুই চুনপুটি নেতা প্রচুর বাংলাদেশী টাকা পকেটস্ত করেছেন বলে অভিযোগ। ব্যস বাংলাদেশি সুমন পাল বনে গেলেন গন্ডাছড়া মহকুমার বি জে পি -র বড় মাপের নেতা। গত বিধানসভা নির্বাচনের পর ষাটকার্ডের দুই পেটুয়া নেতার শলাপরামর্শে সুমন পাল সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় শুরু করে।

প্রতিশ্রুতি গুলির মধ্যে রয়েছে চাকুরী প্রদান, ব্যাংক থেকে বিনা গেরান্টারে লোন পাইয়ে দেওয়া, কৃষকদের পঞ্চাশ হাজার টাকায় ট্রাক্টর পাইয়ে দেওয়া ইত্যাদি। গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা সংবাদে জানা গিয়েছে ষাটকার্ডের দুই প্রতারকের কথায় বাংলাদেশী সুমন পাল প্রায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর বিশ্বাস ভঙ্গ হয় টাকা প্রদানকারীদের।

যখন নিজেদের পাওনা টাকা চাইতে সুমন বাবুর বাড়িতে প্রায় প্রতিদিন একে একে মানুষ হাজির হতে থাকে তখন বাংলাদেশী সুমনের পাশ ছেড়ে সুমনের বিরুদ্ধে কিছু যুবককে লেলিয়ে দেয় কুখ্যাত দুই পেটুয়া নেতা। পরিশেষে সাধারণ মানুয়ের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে গন্ডাছড়া থেকে পালালেন বি জে পি -র যুব নেতা বাংলাদেশী সুমন পাল। নিজেদের টাকা হারিয়ে হন্যে হয়ে ঘুরছে সাধারণ মানুষ।

জানা গিয়েছে প্রতারক বাংলাদেশী সুমন পাল বর্তমানে আগরতলার বর্ডার গোল চক্কর সহ বিভিন্ন স্থানে আস্তানা গড়ার চেষ্টা করছে। তার প্রতি সতর্ক দৃষ্টি রাখা এবং প্রতারিতরা যাহাতে তাঁদের প্রাপ্য টাকা ফেরত পেতে পারে তার জন্য সকলের প্রতি আবেদন রেখেছেন সাধারণ মানুষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?