অনলাইন ডেস্ক, ১৬ জুন।। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বৃহস্পতিবার সকালেই শ্রীনগরে পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। এই দু’দিন কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক কর্মসূচি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর।
সুরক্ষা বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলার পাশাপাশি অনন্তনাগ জেলার পহেলগামে জওহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড উইন্টার স্পোর্টস-এর একটি সভায় পৌরহিত্য করবেন।
দু’দিনের এই সফরে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় যাবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কথা বললেন সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে।
পাশাপাশি শুক্রবার, ১৭ জুন জম্মুতে মহারাজা গুলাব সিং জি-র ‘রাজ্যভিষেক অনুষ্ঠান’-এর ২০০ তম বার্ষিকীতেও যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।