স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ জুন।। গত দু’দিন ধরে আরকে নগর ভেটেনারি কলেজে পড়ুয়ারা স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন।
তারা প্রথমে কলেজ গেটে তালা ঝুলিয়ে দেন। এবার স্থানীয় পশু হাসপাতালেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। এই খবর পেয়ে কলেজের অধ্যক্ষ তাদের সাথে কথা বলতে আসেন।
কিন্তু তার কথায় আন্দোলন প্রত্যাহার করেননি পড়ুয়ারা। বৃহস্পতিবার কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র ছাত্রীরা। অবিলম্বে তাদেরকে লিখত প্রতিশ্রুতি না দিলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছে।
একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আন্দোলন সরকারকে বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবি।