প্রিয়াঙ্কা ত্রিবেদী, ‘হঠাৎ বৃষ্টি’র সেই নায়িকা এখন কোথায় আছেন, কি করছেন?

অনলাইন ডেস্ক, ১৪ জুন।। প্রিয়াঙ্কা ত্রিবেদী। ১৯৯৬ সালে ‘মিস ক্যালকাটা’ খেতাব জিতে আলোচনায় আসেন তিনি। ১৯৯৮ সালে বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক।

যৌথ প্রযোজনার এ ছবিতে তার বিপরীতে ছিলেন ঢাকার ফেরদৌস। ছবিটি বাংলাদেশে ভীষণ হিট হওয়ার সুবাদে ফেরদৌসের সঙ্গে আরও কয়েকটি সিনেমায় দেখা যায়। ২০০২ সালে মুক্তি পায় হরনাথ চক্রবর্তীর ছবি ‘সাথী’। কলকাতা পায় সুপারস্টার জিৎ।

রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল জিৎ-প্রিয়াঙ্কা জুটি। এরপর তারা করেন ‘সঙ্গী’, এ ছবিও হিট। শুধু জিৎ নয়, প্রসেনজিতের সঙ্গেও জুটিতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। এরপর বেশ অনেক বছরই কলকাতার ছবিতে দেখা মেলেনি প্রিয়াঙ্কার। এর কারণ হলো ভিন রাজ্যে ক্যারিয়ারে মনোযোগ; পাশাপাশি প্রেম, বিয়ে ও সংসার নিয়ে ব্যস্ততা।

২০০৩ সালে কন্নড় সুপারস্টার উপেন্দ্র রাওয়ের সঙ্গে বিয়ে হয় প্রিয়াঙ্কার। বর্তমানে তাদের ঘরে রয়েছে দুই সন্তান। তবে শুধু সংসারই নয়, সিনেমাতেও মনোনিবেশ করেছেন প্রিয়াঙ্কা। কন্নড় ছবিতে চুটিয়ে অভিনয় করেন তিনি।

এ একটা সময়ের পর বাংলা ছবিকে বিদায় জানান প্রিয়াঙ্কা। ২০১১ সালে শেষ বাংলা ছবি ‘হ্যালো মেমসাহেব’-এ অভিনয় করেছিলেন। সম্প্রতি নিজের ৫০ তম ছবির ঘোষণা করেন প্রিয়াঙ্কা। ছবির নাম ‘ডিটেক্টিভ টিকশানা’।

বোঝা যাচ্ছে নাম ভূমিকায় আছেন তিনি। সঙ্গে দেখা যাবে স্বামী উপেন্দ্র রাও ও ছেলে আয়ুশ উপেন্দ্রকেও। এ ছাড়া আসতে চলেছে ‘মিস নন্দিনী’ নামের আরেকটি ছবি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?