স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জুন।। সামনে ৩০০-৪০০ মানুষ থাকলে এক রকম, আর ৪-৫ জন গেলে অন্য রকম কথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। অভিযোগ বেকারদের টেট উত্তীর্ণ বেকাররা অনেকদিন ধরেই আন্দোলন করছেন চাকরির জন্য।
তারা ফের চাকরির দাবিতে আন্দোলন করতে প্রস্তুত। কিন্তু নির্বাচনী বিধি নিষেধ থাকায় এদিন সাংবাদিক সম্মেলনে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। বেকাররা জানান শিক্ষামন্ত্রী বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কথা বলেছেন। এমনকি বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য কয়েক দফায় চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন।
কারণ মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করার সময় দেননি। এতে তারা তীব্র অসন্তোষ প্রকাশ করছেন। আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুশিয়ারী দিয়েছেন।