অনলাইন ডেস্ক, ১৪ জুন।। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে সুখবর পেলো ভারত। এএফসি এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত হয়ে গেছে সুনীল ছেত্রীদের। বাছাইপর্বের ‘বি’ গ্রুপে ফিলিস্তিনের বড় জয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপের টিকিট পেল ভারত।
নিজেদের ইতিহাসে পঞ্চমবারের মতো এই আসরের মূলপর্বে খেলবে ভারত। মঙ্গলবার ফিলিপাইনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিন। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরাও তারা। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলিপাইন। তবে তাদের হারে লাভ হলো ভারতের। গ্রুপের সেরা দল জায়গা পাবে এশিয়ান কাপের মূলমঞ্চে।
জায়গা পাবে রানার-আপ দলও। তবে ছয় দলের মধ্যে খেলবে পাঁচটি। সেখানেই লাভ ভারতের। কারণ ফিলিপাইনের চেয়ে তাদের ২ পয়েন্ট বেশি। ‘ডি’ গ্রুপে ব্লু টাইগাররা ৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে হংকং। আজ রাতে দু’দল মুখোমুখি হবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে। তবে ফিলিপাইনের হারায় দুই দলকে মূলপর্বের টিকিটের ব্যাপারে আর চিন্তা করতে হচ্ছে না।
গ্রুপের অন্য দুই দল আফগানিস্তান ও কম্বোডিয়া এখনো পয়েন্টের খাতায় খুলতে পারেনি। নিজেদের ইতিহাসে এ নিয়ে প্রথমবার ‘ব্যাক-টু-ব্যাক’ এশিয়া কাপের মূলপর্বে খেলবে ভারত।
২০১৯ সালে স্টিভেন কনস্ট্যানটাইনের অধীনে এশিয়া কাপ নিশ্চিত করেছিল ছেত্রীরা। এবার ২০২৩ এশিয়া কাপের টিকিট পেল ইগর স্টিমাকের অধীনে।